এমন একটা সময় আসবে যখন আপনি আপনার পুরানো দিনে বন্ধুদের নিয়ে যেসব ঘুরাঘুরি, খাওয়া-দাওয়া এসব বিষয় নিয়ে ফেইসবুক এ দেওয়া পোস্ট স্মৃতি হিসেবে শেয়ার দিবেন। তখন হইতো আপনি থাকবেন আপনার বন্ধু থাকবে না। থাকলে হইতো সে এড়িয়ে যাবে, নইতো আপনি। কিন্তু ফেইসবুক পুরানো স্মৃতি মনে করিয়ে স্মৃতি তাজা করে দিবে। হইতো বন্ধুর কমেন্ট এর জায়গায় তার ছেলের কিংবা আপনার ছেলের কমেন্ট আসবে। "আংকেল অনেক মজা করসিলেন না?" হইতো বা "আন্টি আপনি এত সুন্দর ছিলেন তখন?' আপনারা তখন এতো মজা করতেন?" এসব এসব আরো কিছু। হইতো তারা আমাদের মতো কোচিং ফাকি দিতে পারবে না তখন, ক্লাস ফাঁকি মেরে মাঠে ফুটবল-ক্রিকেট ও খেলতে পারবে না। অমুক রেস্টুরেন্ট এ বসে বন্ধুদের সাথে খাওয়া -দাওয়া করতে চাইলেও পারবে না। দুইটা চা কে তিন -চার টা করে শেয়ারিং করা কি জিনিস জানবে না। বন্ধু সমস্যা হইসে বললে হইতো কাজ ফেলে আসবে না। একটা সময় গিয়ে আমরা যারা এই বর্তমান জীবন নিয়ে আফসোস করি,তারাই একদিন উপরওয়ালার কাছে ধন্যবাদ দিয়ে বলবো, আমি আমার পুরানো দিনে ফিরে যেতে চাই।
No comments:
Post a Comment