Mar 30, 2017

সাফল্য এবং তার সময়কাল।

পাহাড়ের যেমন এক প্রান্ত উঁচু হলেও অপর প্রান্ত নিচু। নিচু থেকে উঁচু প্রান্তে উঠতে অনেক কষ্ট-পরিশ্রম আর সাফল্য অর্জন করতে হয়। কিন্তু উঁচু তে উঠার পর নিচে নামতে কিছুই লাগে না। বরং, যা অর্জিত হই সেগুলো ও সাথে নিয়ে পরতে হই। মানুষের জীবনেও ঠিক এমন। সাফল্যের উচ্চ শিখড়ে উঠতে কত কিছুই না করতে হয়।কিন্তু নিচে পরা নিমিষের ব্যাপার মাত্র।

No comments: