May 12, 2017

Life has a different meaning.

Life is now like a "soldier" piece on a chess board, not allowed to move except in the direction the driver drives, unless someone in front actually drops him or falls behind himself. And when you reach the other end at the end, the soldier will become whatever you want.
In life we ​​have some or the other drivers, our classmates come in front of us, if you can reach the top of them first you can become a minister or something else, otherwise you have to move from house to house until someone overtakes you.

জীবন এখন দাবার বোর্ড এর "সৈন্য" গুটির মতো, চালক যেদিকে চালবে সেইদিক ব্যতীত যাওয়া নিষেধ, সামনে কেউ আসলে তাকে ফেলে দিতে হবে না হয় নিজের থেকে পরে যেতে হবে। আর শেষ পর্যায়ে অন্য প্রান্তে পৌছে গেলে সৈন্য থেকে যা খুশি তা হওয়া হয়ে উঠবে।
জীবনের ক্ষেত্রে আমাদের চালক কেউ না কেউ থাকেই, আমাদের সামনে আসে আমাদেরই সহপাঠী, তাদের টপকে আগে গিয়ে পৌছাতে পারলেই আপনি একজন মন্ত্রী বা অন্য কিছু হয়ে উঠতে পারবেন, আর না হলে এক ঘর এক ঘর করে আজীবন আগাতে হবেই যতক্ষণ না পর্যন্ত কেউ আপনাকে টপকাচ্ছেন।

No comments: