একটা সময় ছিল যখন বন্ধুর বাসায় গিয়ে ২-৩ ঘন্টা ধরে বসে বসে খাতায় স্কুল এ না যাওয়ার ফলে মিস হয়ে যাওয়া পড়া তুলতে যেতাম। পরীক্ষার রুটিন খাতায় লিখে নিতাম। সেই সময়টাই না চাইলেও অবিরাম লিখতে হতো, পৃষ্ঠার পর পৃষ্ঠা। যদিও তখন বিরক্তি বোধ করতাম। কিন্তু এখন এই কলেজ লাইফ এর শেষ এর দিকে এসে সেটা কেন জানি বিরক্ত মনে না করে ভালোই মনে হচ্ছে।
লেখা তো দূরে থাক, কলম হাতে নিয়ে শেষ কবে english লিখসিলাম তাও জানি না।
লেখা তো দূরে থাক, কলম হাতে নিয়ে শেষ কবে english লিখসিলাম তাও জানি না।
পরীক্ষার রুটিন এখন খাতায় লিখতে হই না। ফেইসবুক,ওয়াটসএপ এ আছে না। সেখানে বন্ধু ছবি পাঠিয়ে দেই, আমরা save করে রাখি। এখন তো আর তেমন কলেজ এ যেতে হই না, ফলে আর কলেজের পড়া মিস হলে বন্ধুর বাসায় গিয়ে পড়া তোলার সেই ছোটবেলার বিরক্তি অনুভব হই না। পড়া মিস হলেও সামাজিক মাধ্যমে তা সেকেন্ডে পেয়ে যাচ্ছে। আসলে মিস করি সেই ছোটবেলা কে। একটা সময় কে যে সময় বিরক্তির হলে এখন কার সময়ে বহু প্রতিক্ষিত।
No comments:
Post a Comment